Fri. Aug 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: এ বছরের শুরু থেকেই চলচ্চিত্র ব্যবসায় মন্দা অবস্থা বিরাজ করছিল। জানুয়ারি থেকে এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোনো ছবিই সেভাবে দর্শক টানতে পারেনি। এবার এ খরা খানিকটা হলেও কাটিয়ে উঠতে পেরেছে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘হিরো ৪২০’ ছবিটি। ওম-ফারিয়াকে দেখতে হলে গিয়েছেন অনেক দর্শক।
মুক্তির প্রথম দিন থেকেই ঢাকাসহ সারাদেশের ৮৬টি হলে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দেখতে সব প্রেক্ষাগৃহেই কম-বেশি ছিল দর্শকদের আনাগোনা। ছবির ব্যবসা নিয়ে ছবিটির এ দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও সন্তুষ্ট। সব মিলিয়ে এ বছরের ভালো ব্যবসা করা ছবি হিসেবে সাফল্যের শুভসূচনা করল ‘হিরো ৪২০’।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘বছরের শুরুতেই চলচ্চিত্রে যে মন্দাভাব বিরাজ করছিল সেটা কাটিয়ে উঠতে পেরেছে এই ছবিটি। ‘হিরো ৪২০’ ছবিটি দর্শকদের আবার হলমুখী করতে পেরেছে আমরা তাতেই সন্তুষ্ট। তা ছাড়া ছবিটির সেল রিপোর্টও বেশ ভালো। সব মিলিয়ে হতাশা পেরিয়ে নতুন বছরে এটিকে ভালো অধ্যায়ের শুভ সূচনা বলা যায়।’
সৈকত নাসির ও সুজিত মণ্ডল পরিচালিত ‘হিরো ৪২০’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন— ওম, নুসরাত ফারিয়া ও রিয়া সেন। অ্যাকশন ও রোমান্টিকধর্মী ত্রিভুজ প্রেমের এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ।
গত ১৯ ফেব্র“য়ারি শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

অন্যরকম