Fri. Sep 19th, 2025
Advertisements

20kখোলা বাজার২৪ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০১৬: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধ্যাদেশ রহিত করে তা পুনঃপ্রণয়নে সংশ্লিষ্ট বিষয়ে বিধান করে জাতীয় সংসদে আজ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিল-২০১৬ সংশোধিত আকারে পাস করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে এ সংক্রান্ত অধ্যাদেশের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিলের বিধানের অধীন বহাল রাখা হয়েছে। বিলে কর্পোরেশনের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি রাখা হয়েছে। এ অর্থ কর্পোরেশনের প্রয়োজন অনুযায়ী সরকার থেকে দেয়া হবে।
এছাড়া বিলে কর্পোরেশনের প্রধান কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান ও পরিচালক নিযুক্ত এবং তাদের কার‌্যাবলী, পরিচালনা পর্ষদের সভা, কর্পোরেশনের কার‌্যাবলী, নতুন কোম্পানি গঠন, সংরক্ষিত তহবিল, হিসাব পরিচালন, বিনিয়োগ, শেয়ার বিক্রয়, বাজেট, জনবল কাঠামো, বার্ষিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। বিলে সরকারের পক্ষ থেকে মনোনীত একজন চেয়ারম্যানের নেতৃত্বে ৯ সদস্যের পরিচালনা পর্ষদ রাখার বিধান করা হয়েছে।
বিলে কর্পোরেশনের প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকবে বলে বিধান করা হয়। তবে প্রয়োজনবোধে ও সরকারের পূর্বানুমতিক্রমে দেশের যে কোনস্থানে এর শাখা কার্যালয় স্থাপনেরও বিধান করা হয়েছে। জাতীয় পার্টির ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, বেগম রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন, ও স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ৪টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ করা হয়।