খোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : একক গান নিয়ে সংগীতশিল্পী বুশরা এখন ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘তোমার ঐ চোখে’। গানটির মিউজিক ভিডিওতে বুশরা নিজেই মডেল হয়েছেন।
ভিডিওটি নির্মাণ করতে টানা চার দিন লেগেছে বলে জানান বুশরা। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে বুম ফ্যাক্টরি।
এদিকে ‘তোমার ঐ চোখে’ গানটি বুশরার প্রথম অ্যালবাম ‘বুশরা সিজন ওয়ান’ থেকে নেওয়া হয়েছে। অ্যালবামটি গত বছরের ফেব্র“য়ারিতে প্রকাশ পেয়েছিল।
এ প্রসঙ্গে বুশরা বলেন, ‘তোমার ঐ চোখে গানটি অনেক রোমান্টিক। যাঁরা এখন সিঙ্গেল আছেন, তাঁদের জন্য মূলত আমি গানটি গেয়েছি। গানের মিউজিক ভিডিওতেও সেই চিত্র তুলে ধরা হয়েছে।’
চলতি বছরে বুশরা চলচ্চিত্রে প্লে-ব্যাক, একক গান গাওয়ার পাশাপাশি আরো কিছু গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন। বুশরার দর্শক-শ্রোতারা প্রতিটি গান ও মিউজিক ভিডিও ইউটিউবেই দেখতে পাবেন। এমনটিই জানিয়েছেন বুশরা।