Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬ : ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৮০০ কোটি টাকা পাচার করেছে হ্যাকাররা। একাজে দেশটির একাধিক ব্যাংক সরাসরি জড়িত রয়েছে। এনিয়ে ঘটনার তদন্তও শুরু করেছে সে দেশের সরকার।
ফিলিপাইনের সংবাদমাধ্যম এবিএস-সিবিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ম্যানিলার ৩টি বড় ক্যাসিনো ব্যবহার করে সে দেশের হ্যাকাররা বাংলাদেশ থেকে ৭৮৫ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা ফিলিপাইনের কয়েকটি ব্যাংকে পাচার করেছে।
দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, এ ঘটনায় ফিলিপাইনের মানি লন্ডারিং বিরোধী যে আইন রয়েছে তার দুর্বলতা ধরা পড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি ব্যাংকের এটিম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত অভিযোগে মূল হোতা জার্মান নাগরিক থমাস পিটারসহ সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।