খোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : স্বরেই মাদকতা। তাঁর গানে ‘হিপস’ মিথ্যে কথা বলে না। তার সঙ্গে শরীরের দোলায় অমন সালসা আর বেলি ডান্স-ই বা কোথায় দেখতে পাবেন। হ্যাঁ, শাকিরার কথাই হচ্ছে। জেরার পিকে-র সঙ্গে মন দিয়ে সংসার করার সঙ্গে তিনি গানকে ভোলেননি। ওয়াল্ট ডিজনি-র পরবর্তী ছবি ‘জুটোপিয়া’-তে শাকিরার গান শুনে আপনিও বলে উঠতে পারেন ‘I Wanna Try Everything’.