Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : এবার স্বামী সঞ্জয়ের প্রেমিকা প্রিয়া সচদেবকে তুলোধোনা করলেন কারিশ্মা। ক্রমশই আরও নোংরা থেকে নোংরামোর পর্যায়ে যাচ্ছে কারিশ্মা ও সঞ্জয়ের সম্পর্ক। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সুপ্রিম কোর্ট কারিশ্মা কপূর ও তাঁর স্বামী সঞ্জয় কপূরকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে শান্তিপূর্ণভাবে বিবাহ বিচ্ছেদ করে নিতে বলেছে। কিন্তু, পরিস্থিতি যে আরও খারাপ দিকে যাচ্ছে, তাতে সন্দেহ নেই। কারিশ্মা কপূর এবার মুখ খুলেছেন স্বামী সঞ্জয়ের প্রেমিকা প্রিয়া সচদেবকে নিয়ে। এই নিয়ে নাকি ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি।
কারিশ্মার অভিযোগ, প্রিয়ার সঙ্গে এখন লিভ্-ইন সম্পর্কে আছেন সঞ্জয়। এমনকী, প্রিয়া ও তাঁর মেয়ে সাফিরাকে নিয়ে বাইরে ছুটি কাটাতেও যাচ্ছেন।
এখানেই শেষ নয়, ইনস্টাগ্রামে প্রিয়া তাঁর মেয়ে ও সঞ্জয়কে নিয়ে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করছেন তাতে চটে লাল কারিশ্মা কপূর। সঞ্জয়ের সঙ্গে তাঁর এখনও আইনত বিচ্ছেদ হয়নি বলেও স্মরণ করিয়ে দিয়েছেন। প্রিয়ার সাহস এবং বেপরোয়া মনোভাবকে তুলোধোনা করেছেন কারিশ্মা।