Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45kখোলা বাজার২৪, শনিবার, ১২ মার্চ ২০১৬ : স্টিফেন হকিং একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। এ মহাবিশ্বের রহস্য উন্মোচনে তার গবেষণা ও জ্ঞানকে কাজে লাগাচ্ছে মানুষ। তবে তিনি চলতে কিংবা স্বাভাবিকভাবে কথা বলতে অক্ষম হওয়ায় কোনো দৃশ্যে ভিলেনের চরিত্রে অভিনয় করার বিষয়টি আগে কেউ ভাবতে পারেনি। সম্প্রতি সে অসম্ভবকেই সম্ভব করে তুলেছে জাগুয়ার গাড়ির একটি বিজ্ঞাপন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
কিছুদিন আগেই এ পদার্থবিদ ওইয়ার্ড ম্যাগাজিনকে জানিয়েছিলেন যে, তার আদর্শ ভূমিকা হতে পারে জেমস বন্ড মুভিতে ভিলেনের চরিত্রে অভিনয়। আর সে চলচ্চিত্রে অভিনয় সম্ভব না হলেও তিনি এবার জাগুয়ারের একটি বিজ্ঞাপনচিত্রে অনুরূপ ভূমিকায় অভিনয় করলেন।
সে সময় তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় হুইলচেয়ার ও কম্পিউটারের ভয়েস এ চরিত্রে খুব ভালোভাবে মানিয়ে যাবে।’ হকিং তার সে স্বপ্নকে বাস্তবে পাওয়ার সুযোগ পেলেন জাগুয়ারের বিজ্ঞাপনের মাধ্যমে। এ বিজ্ঞাপনে তাকে ব্রিটিশ একজন ভিলেনের মতোই উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন অস্কারজয়ী টম হুপার। তিনি আরও বেশ কিছু ব্রিটিশ বিজ্ঞাপন তৈরি করেছেন। ব্রিটিশ ভিলেন সিরিজের এ বিজ্ঞাপনগুলোতে কাজ করেছেন টম হিডেলস্টোন, মার্ক স্ট্রং, নিকোলাস হল্ট ও বেন কিংসলে। ভিডিওটি দেখুন নিচে :