Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ :এশিয়ার একমাত্র বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। নদীর চারপাশে গড়ে ওঠা ভারী শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত ধোয়া ও বর্জ্য পদার্থ, চারপাশের জমির কীটনাশকসহ নানা কারণে হুমকির মুখে রুই মাছের প্রজননের জন্য বিখ্যাত এই নদীটি।
এই নদীর দিকে সরকার তথা সংশ্লিষ্টদের মনযোগ ফেরাতে স্থানীয় সচেতন মানুষেরা অনেক দিন ধরেই নানামুখী সামাজিক আন্দোলন ও মানববন্ধন করে আসছে। এবার নদীটির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে একে রক্ষার আন্দোলনে যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ।
হালদা নদী ও এর আশপাশের মানুষের জীবনবৈচিত্র নিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজাদ বুলবুলের গল্পে হালদা নদীর নামেই ছবিটির নাম রাখা হয়েছে। এটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করছেন তৌকির।
নতুন ছবিটি প্রসঙ্গে তৌকীর বললেন, ‘হালদায় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবন প্রবাহ ও জটিলতা-সবকিছুই আমার ছবির বিষয়বস্তুতে থাকবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া বলেন, ‘হালদা নদীকে বাঁচাতে তৌকির আহমদের এ উদ্যোগ খুবই প্রসংশনীয়।’ তিনি আরো বলেন, ‘একটি নদীকে বিভিন্ন ধরনের ক্ষয়রোধ থেকে রক্ষা করতে শুধু মিছিল মিটিং বা মানব বন্ধন যথেষ্ট নয়।
এ ধরনের ছবি নির্মাণের মাধ্যমে নদীর প্রয়োজনীয়তাকে সকলের মাঝে তুলে ধরতে হবে।’ হালদাকে নিয়ে সর্বমহলের আন্দোলন এবং কাজের ফসল এটি মনে করেন তিনি।
তৌকির জানালেন, বর্তমানে তিনি ছবিটি নির্মাণের মানসিক প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে গবেষণার প্রয়োজনীয় কাজকর্ম প্রায় শেষ পর্যায়ে গুছিয়ে এনেছেন। খুব শিগগির এই ছবির অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ চূড়ান্ত করা হবে।