খোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, তাদের কাছে সব কেন্দ্রই সমান। নির্বাচনের দিন সারা দেশে পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক লাখ ৮০ হাজার সদস্য মোতায়েন থাকবে।
ইউপি নির্বাচন ২০১৬ উপলক্ষে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আজ রোববার আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের দিন সারা দেশে পুলিশ, র্যাব, এপিবিএন ও আনসারের এক লাখ ৮০ হাজার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ২০ জন করে সদস্য থাকবেন। ইউপি নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় টহল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য এপিবিএন, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে।
পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, দেশে প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন হতে যাচ্ছে। এ নিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সহিংস ঘটনা ঘটেছে ছোট-বড় ২০৮টির মতো। এতে সাতজন নিহত ও ৫৮০ জন আহত হয়েছে। ১৪৩টি মামলা ও ৫৫টি সাধারণ ডায়েরি হয়েছে। সহিংসতায় জড়িত অভিযোগে ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।