Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : বড়পর্দায় ‘অস্তিত্ব’ সিনেমায় জুটি বেঁধে বেশ হৈ চৈ ফেলে দিয়েছিলেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। নাম ঘোষণা ও শ্যুটিং চলাকালেই ব্যাপক আলোচনার জন্ম দেয়া সিনেমাটি সম্পাদনা শেষে এখন মুক্তির অপেক্ষায়। ঠিক সেই মুহূর্তে পরিচালক অনন্য মামুন জানালেন, চমক জাগানিয়া এক খবর, শুধু দেশই নয় ওমান প্রবাসী দর্শকরাও উপভোগ করবেন এ জুটির রসায়ন।
‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত এ নির্মাতা বর্তমানে অবস্থান করছেন ওমানে। সোমবার বিকেলে সেখান থেকে তিনি জানান, ‘অস্তিত্ব’ মুক্তি নিয়ে আলোচনা করতে তিনি এখন অবস্থান করছেন উপসাগরীয় দেশটিতে।
সাম্প্রতিক সময়ে হল ভাড়া করে বিভিন্ন দেশে বাংলাদেশি সিনেমা প্রদর্শনের প্রবণতা বেড়েছে। ‘অস্তিত্ব’র ক্ষেত্রেও নিশ্চয় একই ঘটনা ঘটতে যাচ্ছে। এ প্রসঙ্গে অনন্য জানান, সাধারণত পরিবেশকের মাধ্যমে হলে সিনেমা মুক্তি পায়। ওমানেও সেভাবেই মুক্তি পাবে ‘অস্তিত্ব’।
তিনি আরো জানান, ওমানের পাশাপাশি ভারতসহ ৭টি দেশে সিনেমাটি মুক্তির ইচ্ছা রয়েছে। বর্তমানে তা আলোচনার পর্যায়ে রয়েছে।