Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : বলিউডে শাহরুখ খান একাই একটি প্রতিষ্ঠান যেন! কোনো ছবিতে তিনি আছেন, তার মানে তো সেই ছবি মুক্তির আগেই সুপারহিট। বাণিজ্যিক সাফল্যে নিঃসন্দেহে সেরা শাহরুখ, কিন্তু বোদ্ধা মহলে সমালোচিত একটি কারণে—অভিনয়ের পাল্লায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দীর্ঘদিন। এত বছরের ক্যারিয়ারে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও নেই তাঁর।
শাহরুখের আসন্ন দুটি ছবি নিয়ে কেবল তিনি নিজেই নন, খুবই আশাবাদী ‘কিং খান’-এর ভক্তরাও। ‘ফ্যান’ আর ‘রইস’, দুটি ছবিতেই শাহরুখের চরিত্র বেশ বৈচিত্র্যপূর্ণ। সেখানে বহুদিন পর এমন ছবিতে অভিনয় করতে গিয়ে উচ্ছসিত শাহরুখ নিজেও।
‘রইস’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন প্রতিভাধর অভিনেতা হিসেবে পরিচিত নওয়াজউদ্দিন সিদ্দিকী। রয়েছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। শাহরুখ মনে করেন, এঁদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবেন তিনি।
‘আমি মনে করি এই ছবিতে দারুণ কয়েকজন শিল্পী রয়েছেন। আমি তাঁদের গুণে মুগ্ধ। নওয়াজউদ্দিন, মাহিরা খান, জিশান আইয়ুবের মতো শিল্পী রয়েছেন এই ছবিতে। আমি আশা রাখছি যে আমি তাঁদের কাছ থেকে শিখে আমার পারফর্ম্যান্সে আরো উন্নতি করতে পারব’- ‘রইস’ ছবির অভিজ্ঞতা নিয়ে বলেন শাহরুখ। দুবাইয়ে অনুষ্ঠিত টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডে গণমাধ্যমের সাথে এভাবেই বলেন শাহরুখ।
কিছুদিন পর আসবে ‘ফ্যান’ ও ‘রইস’। আপাতত নতুন ছবি নিয়ে খুব ভাবতে চাচ্ছেন না শাহরুখ। ‘রইস’-এর কাজ সামান্য বাকি, সেটা শেষ করার আগে নতুন কোনো ছবি নিয়ে কথাই বলতে চান না। ‘জুন অথবা জুলাইয়ের দিকে এই ছবির (রইস) কাজ শেষ করে তারপরই নতুন ছবির কাজ শুরু করব।’
‘রইস’ পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। এই ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে খলনায়কের চরিত্রে।