খোলা বাজার২৪, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ : আজকাল প্রায় একসঙ্গেই দেখা যাচ্ছে টলিউড অভিনেত্রী ঋতাভরী ও বলিউডের চকোলেট বয় আয়ুষ্মান খুরানাকে। এমনকী, একসঙ্গে বেশ অনেকটা সময়ই কাটাচ্ছেন তাঁরা। তবে, এতে অন্য কোনও ইঙ্গিত নেই। আসলে একটি মিউজ়িক ভিডিওতে একসঙ্গে কাজ করছেন আয়ুষ্মান-ঋতাভরী।
আর সে কারণেই দেখা মিলছে এই জুটির। সূত্রের খবর, মিউজ়িক ভিডিওটিতে আয়ুষ্মানকে দেখা যাবে শেফের ভূমিকায়। তবে, শুধু অভিনয় নয়, ভিডিওতে গানও গেয়েছেন তিনি। তবে, ঋতাভরীর চরিত্রটি এখনও স্পষ্ট নয়। মুম্বাইয়ের পর এখন কলকাতায় চলছে ভিডিওটির শুটিং।