Sat. Sep 20th, 2025
Advertisements

17kখোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : মাছের বাজারে গেলেন। দরদাম করে মাছ কিনলেন। ঠিক যেমন আর পাঁচটা বাঙালি কেনেন। তবে পার্থক্য একটাই। ইনি খোদ অমিতাভ বচ্চন।
সল্টলেকের সিকে মার্কেটে চলছিল ঞঊ৩ঘ-এর শুটিং। সেখানেই মাছ কিনছিলেন অমিতাভ। আর তাঁকে ফলো করছিল ক্যামেরা। ক্যামেরার পিছনে ছিলেন রিভু দাশগুপ্ত।
এই ছবি সোশাল সাইটে প্রকাশ পেয়েছে সম্প্রতি। আর তারপরই তা ভাইরাল। আর হবে নাই বা কেন? একে কলকাতার জামাই, তায় অমিতাভ বচ্চন। তার উপরে আবার মাছের বাজার। সব মিলিয়ে বাঙালির মনপসন্দ জিনিস। মন যে মজবেই, তাতে আর সন্দেহ কি। সেই সঙ্গে অমিতাভকে এই রুপে দেখে ভারতীরাও নিশ্চয়ই মজেছে। না হলে কি আর ছবি ভাইরাল হয়?