খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: যে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাবে বিভিন্ন বলিউড সেলিব্রিটিরা নানা বিষয়ে তাঁদের মতামত পোস্ট করেছেন। শুধু তাই নয়, নানা ব্যক্তিগত মুহূর্তের ছবিও তারা পোস্ট করতে থাকেন। অনুরাগীরা প্রতি মুহূর্তে তাঁদের তারকাসুলভ জীবনযাপনের হাতে গরম আঁচ পান। তারকারাও চান এই ভাবেই তাঁদের অনুরাগীদের সংযোগ রাখতে। তবে এমন তারকা সেলিব্রিটিও আছেন, যাঁরা সোশ্যাল মিডিয়ার ধার পাশ দিয়েও হাঁটেন না। সংখ্যা হাতে গোনা হলেও, তাঁরা আছেন। তাঁদের জনপ্রিয়তায়ও ভাঁটা পড়েনি একটুও। ক্যাটরিনা কাইফের নাম সবার আগে করতে হয়। তিনি চাইলে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইয়ে দিতে পারেন।
তাঁর একটা ট্যুইটার অ্যাকাউন্ট আছে। তবে সেটা তিনি যে প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপন করেন, সেই ব্র্যান্ডের পক্ষ থেকে। ক্যাটরিনার সদ্য প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর ও কিন্তু একই পথে হাঁটেন। একটি মোবাইল ফোনের প্রচারের জন্যে মাত্র কিছুদিন ট্যুইটারে সক্রিয় ছিলেন। এর বাইরে তিনি একেবারেই কোনো সোশ্যাল মিডিয়ার ধার পাশ দিয়েও হাঁটেন নাব্যস ওইটুকুই। বলিউডের অন্যতম জুটি সইফ আলি খানও সোশ্যাল মিডিয়ার ব্যাপারে চরম উদাসীন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন নিয়ম করে বিভিন্ন বিষয়ে ট্যুইট করতে পছন্দ করলেও ঐশ্বর্য রাই বচ্চনের এই ব্যাপারে কোনো উৎসাহ দেখা যায় না। নিজেই স্বীকার করেছেন, তিনি তেমন টেক স্যাভি নন।
তাই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে তার আগ্রহও কম। রানি মুখোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাকাউন্ট থাকলেও রানি স্বীকার করেছেন, এগুলো কোনোটাই তাঁর নয়। তাহলে বুঝতে হবে রানিও সোশ্যাল মিডিয়া নিয়ে তেমন আগ্রহী নন। বিদ্যা বালান মনে করেন, যে সময়টা তিনি সোশ্যাল মিডিয়ার জন্য দেবেন, সেই সময়টাই বরং পরিবারের জন্য খরচ করা ভালো। পরিচালক জোয়া আখতারও বিরক্ত সোশ্যাল মিডিয়া নিয়ে। সাফ জানিয়েছেন, তিনি কারও ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামান না। তাঁর ব্যক্তিগত ব্যাপারেও কেউ মাথা ঘামাক তিনি চান না। অতএব তিনি কখনও থাকতে চান না সোশ্যাল মিডিয়ায়।