Wed. Sep 17th, 2025
Advertisements

25খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬: দেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৯০ লাখ। একই সাথে প্রতিবছর এক লাখ মানুষ নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে- এমন তথ্যই দিয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে “বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬” উদযাপন শীর্ষক আলোচনা সভায় এ তথ্য দিয়েছে সংগঠটি।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্য়ক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিউর, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচনসহ অনেক সময় অঙ্গহানিও হয়।
তারা বলেন, বিশ্বে প্রায় ৩৫০ মিলিয়ন মানুষ ডায়াবেটিস এ ভূগছে যা আগামী ২০ বছরের মধ্যে দ্বিগুন হয়ে যাবে। গত বছর ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ মারা যায়। যার মধ্যে ৮০ শতাংশের বেশী মারা যায় নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে। এক হিসেবে দেখা গেছে, কেবল ডায়াবেটিসের হার কমাতে পাড়লেই স্বাস্থ্য খাতে ১১ শতাংশ পযন্ত ব্যায় কমানো সম্ভব।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: মো: ফরিদ উদ্দিন মূল প্রবন্ধ পাঠ করেন, পাবলিক হেলথ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুজাহেরুল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মেজর জেনারেল (অব:) অধ্যাপক এ আর খান, অধ্যাপক রাকিবুল মোহাম্মদ আনোয়ার, এম্বেসডর রয়েল কলেজ অব ইংল্যান্ডের ডা: আফতাব উদ্দিন, আইসিডিডিআরবির ডা: ফাতেমা আশ্রাফ, অধ্যাপক ডা: শারমিন ইয়াসমিন প্রমূখ।