Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: প্রেম যেন তাদের পিছুই ছাড়ছে না। মাঝে কিছুদিন বিরতির পর আবারও প্রেমে জড়ালেন তারা। আর নিজেদের নতুন প্রেমের এ কাহিনী কোনোভাবেই গোপন রাখতে চান না দুজন। তাই এটি নিয়ে আজ বড়পর্দায় হাজির হচ্ছেন দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও জয়া আহসান। প্রথম কিস্তির পর আজ বাংলাদেশের বেশকিছু প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিটি। ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। রুম্মান রশীদ খানের কাহিনী ও সংলাপে এই ছবির গল্প ক্রিকেট নিয়ে। ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইমন। ক্রিকেট কোচের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওমর সানিকে।
আর জনপ্রিয় এক মডেলের চরিত্রে দেখা যাবে জয়াকে। দর্শক বড়পর্দায় আবারও দেখবেন শাকিব-জয়ার প্রেম। গত সোমবার ভোরে কলকাতা থেকে ঢাকা ফিরেছেন জয়া। সেদিন সন্ধ্যায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবির অডিও প্রকাশ অনুষ্ঠানে তিনি এ ছবিতে তার চরিত্র নিয়ে বলেন, আমার চরিত্রটির নাম মিতু। সে কঠোর পরিশ্রমী। তার পারিবারিক জীবন আছে। ক্রিকেট থাকলেও এটি একটি প্রেমের গল্প। আর দর্শকরা ছবিটি দেখলে আরও ভালো বুঝতে পারবেন। আমার চরিত্রটি সুপার মডেল কি-না ঠিক আমি তা জানি না। কিন্তু সে মডেলিং জগতে স্বনামধন্য। ক্রিকেটারের প্রেমে কিভাবে পড়লেন সুপার মডেল? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ক্রিকেটারের প্রেমে পড়ার প্রক্রিয়াটা জানতে ছবিটি দেখতে হবে।
খুব সাবলীল ভাবেই আমার আর শাকিবের সম্পর্কটা দেখানো হয়েছে। আমাদের দেশের ছবিতে কখনও মনে হয় এমনভাবে এ বিষয়গুলো দেখানো হয়নি। দুই গ্ল্যামার পেশার দুজনের সম্পর্ক উঠে এসেছে ছবিতে। ছবিটিতে নতুনত্ব ও মৌলিকত্ব রয়েছে বলেও জানান জয়া। এদিকে শাকিব বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘শিকারী’র জন্য কলকাতায় রয়েছেন। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিটির মুক্তি নিয়ে তিনি মুঠোফোনে বলেন, এ ছবিতে প্রেমের কোনো কমতি নেই। আর জয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। বাণিজ্যিক ঘরানার একটি ছবি এটি। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবিটি ব্যবসাসফল হয়েছে। আশা করছি এটাও হবে। আর শুধু ছবি বানালেই হবে না। দর্শকদেরও হলমুখী হতে হবে।
এ ছবিতে ইমন ও মৌসুমী হামিদও ভালো কাজ করেছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ই সেপ্টেম্বর শুরু হয় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবির শুটিং। শুটিং হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ আর ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। জয়া আহসান আরও বলেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির গানগুলো বেশ হাইলাইটেড ছিল। আর এ ছবির গানগুলো আরো বেশি ভালো হবে। যারা গান করেছেন তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ভালো করেছেন। জয়া বর্তমানে বাংলাদেশে কয়েকটি ছবির কাজ করছেন। এর মধ্যে শেষ করেছেন সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’।
এছাড়া আকরাম খানের ‘খাঁচা’ ছবির কিছু কাজ বাকি আছে। আর শিগগিরই নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ ও মাহমুদ “িারের ‘বিউটি সার্কাস’ ছবির কাজ শুরু করবেন। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিটি নির্মাণের পর নানা কারণে মুক্তি দিতে দেরি করলেও ছবিটি নিয়ে বেশ আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান ও এ ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি। আর জয়াকে নিয়ে এরইমধ্যে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিরিজের তৃতীয় ছবি নির্মাণেরও ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে তার আগে দেখার পালা শাকিব খান ও জয়া আহসানের প্রেমের রসায়নটা কতটা জমে এবার বড়পর্দায়।