খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : তোর জন্য’সহ অনেক গান গেয়ে। অন্যদিকে অভিষেক অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের নজর কেড়েছেন ঐশী। ঐশীর দ্বিতীয় অ্যালবামের সব গান সুর করেছেন বেলাল খান। দুটি গানে পাওয়া যাবে দ্বৈত কণ্ঠ।
‘ঐশী এক্সপ্রেস’-এর পর ‘বেলাল খান ফিচারিং ‘ঐশী’র মায়া’ নামের অ্যালবামটি বাজারে আসছে দু’ একদিনের মধ্যে। এটি প্রকাশ করছে লেজার ভিশন। এর মধ্যে প্রকাশ পাবে শিরোনাম গানটির ভিডিওচিত্র। এটি লিখেছেন সোমেশ্বর অলি। অন্য গানগুলোর শিরোনাম হলো , ‘নালিশ’, ‘সই’ ‘অচিন টান ‘ ‘দিনে দিনে’, ‘তুমি ছাড়া’ আড়ি
বেলাল বলেন, ‘নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে ঐশীর কণ্ঠ আলাদা করা যায়। ঐশী ও লেজার ভিশনের কারণেই অ্যালবামটিতে কাজ করা। কিছু নিরীক্ষধর্মী কাজ করেছি এখানে।’
ঐশী বলেন, ‘আমি সাধারণত লোকধারার গানের বাহিরে গাইতে সাচ্ছন্দ বোধ করি না। এই অ্যালবামে সেই ঘাটতি থাকছে না। বেলাল খান আমার জন্য খুব সুন্দর কিছু গান তৈরি করেছেন। বিশেষ করে ‘মায়া’ নালিশ,সই গান গুলো নিয়ে আমি বেশি উচ্ছ্বসিত।’
‘ঐশী’র মায়া’ অ্যালবামে গান লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও রবিউল ইসলাম জীবন। আর গানগুলোর সংগীতায়োজন করেছেন জে কে মজলিস।