খোলা বাজার২৪, রবিবার, ১০ এপ্রিল ২০১৬: হলিউডের নামিদামি সব তারকাদের পেছনে ফেলে গেলো বছরের সর্বোচ্চ আয় করা তারকাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন মার্কিন পপ গায়িকা টেলর সুইফট। সম্প্রতি একটি ম্যাগাজিনের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
আয়ের দিক থেকে পেছনে ফেলেছেন অস্কারজয়ী লিওনার্দো ডি ক্যাপ্রিও ও জেজির মতো বিশ্বখ্যাত হেভিওয়েট তারকাদের।
ম্যাগাজিনটির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে টেলর সুইফটের মোট আয়ের পরিমাণ ছিলো ৮ কোটি মার্কিন ডলার। যা কিনা বাংলাদেশি টাকার অংকে দাঁড়ায় প্রায় ৬২৭ কোটি ২৮ লাখ ৭৬ হাজার টাকা। আর এসব অর্থের উৎস ছিলো বিশ্বজুড়ে কনসার্ট ও ইউটিউবে মিউজিক ভিডিও।
এছাড়াও সম্প্রতি ১৪ সেকেন্ডের এক টিজারে সুইফট তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ভক্তরাই এ ট্যুরের সেরা অংশ। তাদের সুবাদেই কনসার্টগুলো দারুণ হয়েছে।’
অ্যাপল মিউজিকে গত মাসে প্রকাশিত টেলর সুইফটের ‘নিউ রোমান্টিকস’ গানের ভিডিও বেরিয়েছে। ‘নাইনটিন এইটি নাইন’ ট্যুরের সাফল্যকে উদযাপনের অংশ হিসেবে তৈরি হয়েছে এটি। ভিডিওটিকে তিনি বলছেন, ভক্তদের প্রতি তার প্রেমপত্র।