Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: আসো মামা হে’
প্রেমেতে রাত কানা দিন কানা ডিজিজে, ফেসবুকে পোক মারে চোখ মারে মেসেজে
গাড়ি নিয়া ভাবে থাকে জেলে মাথা কুল রাখে, রোমিও আছে যতো রে
খোলা চুলে উড়ে চলে কাঁদে ঠিকি ভুল হলে, এঞ্জেল আছে যতো রে
আর ওই রবোটিক দৌড়াদৌড়ি চলে দিন সারারাত, খোঁজে শুধু টাকা কে
আর ওই ইমশন এর ফুল ঝুরি কমে যায় দিন দিন, লাগে একা একা রে
আসো মামা হে চিনে যাও ঢাকা কে, তুমি বুঝে নাও ভাল থাকা কে ।
ও মামু তুমি কৈ লইয়া আইলা আমারে, মানুষ তো না সবি যন্ত্রপাতি আহারে
বড়লোকে চুরি করে গরিব না খাইয়া মরে, কেউত কাওরে দেখে না
ভেজালে ভরা খাবার খাইতাসে প্রিতিদিন, জাইনাও যেন জানে না
আর ওই সিন্ডিকেটের ফাঁদ ফালাইয়া আঙ্গুল ফুইলা কলা গাছ, হইসে কত জনে রে
মানুষ মানুষ আর নাইরে মামু সব এখন, স্বার্থপর টেকার ধান্দায় মরে রে
এইদিন সেইদিন আর দিন নাইরে, টিকিট টা কাইটা দাও দেশের বারি যাইরে।
আরে শোনেন শোনেন ভাইবোনেরা শোনেন দিয়া মন, এইবার বাউলের সাথে হিপ হপ বিটের হইল যে মিলন
আরে তালি মারো তালি মারো বিটের তালে তালে, বাউল এখন ডিজিটাল ২০১৬ সালে।
আর ওই রবোটিক দৌড়াদৌড়ি চলে দিন সারারাত, খোঁজে শুধু টাকা কে
আর ওই ইমশন এর ফুল ঝুরি কমে যায় দিন দিন, লাগে একা একা রে
আসো মামা হে চিনে যাও ঢাকা কে, টিকিট টা কাইটা দাও দেশের বারি যাইরে।