Sat. Sep 20th, 2025
Advertisements

43খোলা বাজার২৪, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬: দক্ষিণ হোক বা বলিউড সর্বত্রেই নিজের জন্য আলাদা জায়গা পাকা করে নিয়েছিলেন আসিন। এ বছরেরই ১৯ জানুয়ারি তিনি বিয়ে করেন মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে। আর বিয়ের পর থেকেই সবার নজরের আড়ালে চলে গেছেন তিনি। কিন্তু তাঁকে নিয়ে জল্পনা কল্পনার কোনও শেষ ছিল না।
এবার সেই সব জল্পনার অন্ত করতে নিজেই উদ্যোগী হলেন আসিন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোজাসাপটাভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ‘মিডিয়ায় আমার সব বন্ধুদের আবার জানাচ্ছি, আমি কোনও রকম কাজ করছি না এখন। বিয়ের আগে সব ছবি এমনকি ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজও মিটিয়ে নিয়েছি।
সবাইকে অনুরোধ করছি, আমার কাজ নিয়ে কোনও জল্পনা, কল্পনা করবেন না আর। এই মুহূর্তে কোনও রকম কাজের সঙ্গে আমি আর যুক্ত নই।’ এই অবসর সাময়িক নাকি মাত্র ৩০ বছরেই চিরকালের জন্যে অভিনয় জীবনকে বিদায় জানালেন আসিন, তা সময়ই বলবে। তবে শুধু আসিনই নন, এর আগে বহু নামজাদা অভিনেত্রী তাঁদের কেরিয়ারের সেরা সময়ে বিয়ে করে বিদায় জানিয়েছিলেন অভিনয় জীবনকে। সেই তালিকায় একাধারে নাম রয়েছে টুইঙ্কল খন্না, নম্রতা শিরোদকর, মিনাক্ষী শেশাদ্রির মতো অভিনেত্রীর।