খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬: দীর্ঘ বিরতির পর গত বছর ‘জাজবা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে ফেরেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কম বেশি ব্যবসা করলেও সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। এবার ‘সর্বজিৎ’ সিনেমার মধ্য দিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন অ্যাশ।
গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ট্রেইলারটি প্রকাশের পর থেকেই দর্শকের প্রতীক্ষা যেন আরো বহুগুণ বেড়ে গিয়েছে। প্রথম ঝলকেই দর্শকের প্রশংসায় ভাসছে ‘সর্বজিৎ’। বিশেষ করে ঐশ্বরিয়ার নিউ লুক দর্শকের মধ্যে সাড়া জাগিয়েছে। এমনিতেই বিভিন্ন সময় নিত্য নতুন রূপে পর্দায় হাজির হন তিনি। এবারও এর ব্যাতিক্রম হচ্ছে না। আর এখানেই দর্শকের আগ্রহ।
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে কারাবন্দী ভারতীয় নাগরিক সর্বজিৎ সিংয়ের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। লাহোর ও ফয়সালাবাদে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ছিলেন তিনি। ১৯৯০ সাল থেকে লাহোর কারাগারে বন্দি ছিলেন। পরবর্তীতে পাকিস্তানের জেলখানায় অস্বাভাবিক মৃত্যু হয় তার।
সুঠাম দেহের সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত বলিউড অভিনেতা রণদ্বীপ হুদা। এ সিনেমার নিজের শরীরের গঠন পরিবর্তন করে জীর্ণ এক বন্দির রূপে নিজেকে তৈরি করেছেন। তিনি অভিনয় করছেন সর্বজিৎ-এর নাম ভূমিকায়।
সর্বজিতের বোন দলবীরের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি পাকিস্তানের কারাগার থেকে ভাইকে মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন। সিনেমায় নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে যা প্রয়োজন তার সবই করেছেন অ্যাশ।
ঐশ্বরিয়া রাই বচ্চন, রণদ্বীপ হুদা ছাড়াও সিনেমায় অভিনয় করছেন রিচা চাড্ডা এবং দর্শন কুমার। সিনেমাটি পরিচালনা করছেন ‘ম্যারি কম’ সিনেমা খ্যাত পরিচালক উমাঙ্গ কুমার। আগামী ২০ মে মুক্তি পাবে সিনেমাটি।