খোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: আগামী ৩০ এপ্রিল বলিউড সুন্দরী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভারের বিয়ের দিন। প্রস্তুতিও চলছে জোরকদমে। ঠিক হয়ে গিয়েছে অনুষ্ঠানস্থলও। তবে এখনো অজানা, কারা হাজির থাকবেন বিয়েতে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাক্তন প্রেমিকদের কাউকেই বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছেন না বিপাশা।
বলিউডের একাধিক নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিপাশা। তার মধ্যে রয়েছে ‘জিসম’ ছবির সহ অভিনেতা জন আব্রাহাম। অনেকেরই ধারণা ছিল, বিয়ে করতে চলেছেন জন ও বিপাশা। যদিও শেষ পর্যন্ত ততদূর গড়ায়নি। জনের আগে বিপাশার সম্পর্ক ছিল অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে। ‘রাজ’ ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে কাছাকাছি এসেছিলেন তারা। ছয় বছরের সম্পর্ক যদিও শেষ পর্যন্ত ভেঙে যায়। পরে ২০১৪ সালে হারমান বাওয়েজার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বিপাশার। সেকথা মিডিয়াতে স্বীকারও করেন নায়িকা। তবে সে বছরই ইতি পড়ে সম্পর্কে।
সুত্রের খবর অনুযায়ী, সাবেক প্রেমিক জন আব্রাহাম, দিনো মোরিয়া বা হারমান বাওয়েজার কাউকেই বিয়েতে আমন্ত্রন জানাচ্ছেন না বিপাশা। প্রাক্তনদের আমন্ত্রণ জানাবেন কি না তা নিয়ে এখনো এখনও কোন মন্তব্য করেন নি বিপাশা।