Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: বলি টাউনে ডিভোর্সের তালিকায় কি আরও একটা নাম যোগ হবে? সোহা আলি খান এবং কুণাল খেমুকে কি আলাদা হয়ে যাচ্ছেন? অন্তত তাঁদের বিবাহিত জীবনে যে ভালই সমস্যা চলছে সে একথা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন অনেকেই। বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে বিচ্ছেদের এই নতুন গুঞ্জন। কিন্তু কী নিয়ে সমস্যা হল এই দম্পতির? জানা গেছে, কুণাল সন্তান চান।
শ্বশুরবাড়ির দিক থেকে সোহার ওপরেও চাপ রয়েছে। কিন্তু এই মুহূর্তে মা হওয়ার জন্য প্রস্তুত নন সোহা। এই নিয়ে মনোমালিন্যের কারণেই নাকি তাঁদের বিবাহিত জীবনে বেশ সমস্যা চলছে। এই সমস্যা মেটাতে নাকি এগিয়ে এসেছেন তাঁদের বন্ধুরা। সোহা-কুণাল যাতে আলাদা না হয়ে যান, সেজন্য তাঁদের বোঝাচ্ছেন। তবে ফারহান-অধুনা বা মালাইকা-আরবাজের পথে সোহা-কুণালও হাঁটবেন কি না তা অবশ্য সময়ই বলবে।