Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: বলিউড ইন্ডাস্ট্রিটা যতটা বড় সেখানে তত বড় বড় কেচ্ছা কেলেঙ্কারি। আজ কোনও পরিচালকের সঙ্গে উঠতি নায়িকার গোপন ভিডিও ফাঁস তো কাল কোনও প্রথম সারির নায়িকার সঙ্গে তাঁর প্রেমিকের যৌনক্রিয়ার এম আমার আপনার সকলের মোবাইলে। এই সব অনভিপ্রেত ঘটনার কোনওটা ইচ্ছাকৃত তো কোনওটা অভিযুক্তের একবারেই অচকিতে ঘটে যায়। হঠাৎ সম্পর্কে ছেদ কিংবা ব্ল্যাকমেইলিংয়ের ঘটনাতেও এহেন ভিডিও ক্লিপ ফাঁস করা ব্যবহার করা হয়ে থাকে। সে যে কারণেই এই কেলেঙ্কারি হয়ে থাকুক না কেন। আজ আমরা বলিউডের ছয় বিখ্যাত ব্যক্তিত্বের ফাঁস হয়ে যাওয়া যৌন কেলেঙ্কারির দিকে নজর ঘোরাব।

রিয়া সেন ও অস্মিত প্যাটেল:
গোটা কেরিয়ারে যে পরিমাণ খ্যাতি রিয়া পাননি, একটি ভিডিওটি ফাঁস হওয়ার পর তার চেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিল। প্রায় ৯০ সেকেন্ড সময়সীমার ভিডিওয় অস্মিত ও রিয়াকে যথেষ্ট ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। সেই সময় প্রণয়ের সম্পর্কে আবদ্ধ ছিলেন এই দুজন।
দিবাকর বন্দ্যোপাধ্যায় ও পায়েল রোহতাগি:
এটি অবশ্য কোনও ভিডিও ফাঁসের গল্প নয়। বলিউডের নামজাদা বাঙালি চলচ্চিত্রকার দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছিলেন উঠতি অভিনেত্রী পায়েল রোহতাগি। ‘সাংহাই’ ছবিতে একটি চরিত্রে অভিনয়ের জন্য পায়েল দিবাকরের কাছে গেলে পরিচালক তাকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। তার বিনিময়েই সে ছবিটিতে কাজ করতে পারবে।
বিপাশা বসু ও অমর সিং:
প্রথমে দিনো মোরিয়া পরে জন আব্রাহাম, বিপাশার প্রেমিক থাকাকালীন কিংবা ভেঙে যাওয়ার পরও এই বঙ্গতনয়াকে ‘ওয়ান ম্যান’ থিওরিতে বিশ্বাসী বলেই সকলে জানতেন। কিন্তু কেস পুরো ঘুরে গেল যখন সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ অমর সিংয়ের সঙ্গে বিপাশার অত্যন্ত অশ্লীল কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস হয়ে গেল। সময়টা ২০১১। অমর সিং তার প্রভাব খাটিয়েও বিষয়টা খুব একটা ধামাচাপা দিতে পারেননি।
কঙ্গনা রানাওয়াত ও আদিত্য পাঞ্চালি
আদিত্য পাঞ্চালি এমন এক বলিউড ব্যক্তিত্ব যিনি প্রায় সবসময়ই কোনও না কোনও কেলেঙ্কারিতে জড়িয়েই থেকেছেন। পূজা বেদির সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রমিকার বাড়ির পরিচারিকার সঙ্গে যৌন কেচ্ছায় যুক্ত হয়েছিলেন তিনি। পরবর্তীকালে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিযোগ করেছিলেন আদিত্য নাকি তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছেন।
আমন ভার্মা:
টেলিভিশনের পর্দায় বরাবর ছেলে হিসেবেই পরিচিত ছিলেন আমন ভার্মা। কিন্তু প্যান্টবিহীন আমনের ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ার সে ইমেজে জল পড়ে গেল। শোনা যায় ওই অবস্থায় ছবি তুলে তিনি নাকি এক আপকামিং নায়িকাকে তাঁর সঙ্গে যৌন সংস্রবে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
মধুর ভান্ডারকর ও প্রীতি
পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে উঠতি অভিনেত্রী প্রীতি ধর্ষণের অভিযোগ এনেছিলেন। পরে প্রীতি অবশ্য মধুরকে সুযোগ দিয়েছিলেন একটা। তার দাবি ছিল মধুর যদি তাকে বিয়ে করেন এবং তার ছবিতে সুযোগ করে দেন তবে পরিচালকের বিরুদ্ধে সব অভিযোগ তিনি প্রত্যাহার করে নেবেন।