Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : সেলুলয়েডে আসতে চলেছে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনি। ছবির নাম হর পর হ্যায় ইয়াহা ধোকা। ছবিটি পরিচালনা করছেন মুকেশ নারায়ণ আগারওয়াল। বালিকা বধূ দিয়েই ছোটোপর্দায় আত্মপ্রকাশ প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ে। তারপর তাঁকে ঝলক দিখলা জা, বিগ বস, শ্বশুরাল সিমর কা, কুমকুমের মতো অনেক জায়গাতেই দেখা গেছে। রাহুল রাজ সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।
১ এপ্রিল গুরগাঁওয়ের ফ্ল্যাটে আত্মহত্যা করেন প্রত্যুষা। ঘটনার তদন্ত এখনও চলছে। প্রত্যুষার সমগ্র জীবনকাহিনিই সেলুলয়েডে দেখাতে চান পরিচালক মুকেশ। ছবির শুভ মহরৎ হয়ে গেছে। প্রত্যুষার চরিত্রে অভিনয় করবেন তানিশা। দক্ষিণ ভারতীয় ছবি ছাড়াও তানিশা বলিউডের তেরি ফিতরতে কাজ করেছেন। হর পর হ্যায় ইয়াহা ধোকা প্রযোজনা করছে গ্রিন লিফ এন্টারটেনমেন্ট ও সুধা ফিল্মস।