খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: বর্তমান সময়ে মানুষ সবকিছু যুক্তি দিয়ে ভাবতেই ভালোবাসেন। তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষের চিন্তা ভাবনাতেও এসেছে পরিবর্তন। কিন্তু এত কিছুর পরেও কিছু কিছু ক্ষেত্রে মানুষ পূর্ব পুরুষদের বিশ্বাসটাকেই ধরে রাখতে ভালোবাসেন। যুক্তি বা সত্যতা না থাকলেও সেটিই বিশ্বাস করেন তারা। খাঁটি বাংলায় যাকে বলে অন্ধ বিশ্বাস বা কুসংস্কার। সাধারণ মানুষই যে শুধু কুসংস্কার বিশ্বাস করেন তা নয়। আধুনিক জীবনযাপন করেন এমন বলিউড তারকারাও রয়েছেন কুসংস্কারে বিশ্বাসীদের দলে। চলুন জেনে নিই বলিউড তারকাদের কুসংস্কারের কথা।
হৃতিক রোশান : হৃতিকের ডান হাতে জমজ আঙ্গুলের অস্তিত্ব সম্পর্কে কে না জানে। শোনা যায় তিনি নাকি দুইটি আঙ্গুল খুব অনায়াসেই নাড়াতে পারেন। মজার ব্যাপার হলো গ্রিক মিথিলজি অনুসারে বলা হয়ে থাকে যাদের ডান হাতে নাকি এমন জমজ আঙ্গুল থাকে তাদের ভাগ্য সুপ্রসন্ন হয়। আর সেটিই নাকি প্রবলভাবে করেন বিশ্বাস করেন হৃতিক। তবে হৃতিকের এই অঙ্গুলটি নিয়ে অনেক কথাই প্রচলিত আছে।
অমিতাভ বচ্চন : অমিতাভ বচ্চনের ক্রিকেটপ্রীতি সম্পর্কে ভক্তরা অনেক আগে থেকেই অবগত। তবে বিখ্যাত এই অভিনেতা নাকি বিশ্বাস করেন ভারতের খেলার দিন তিনি খেলা দেখলেই নাকি ভারত জিতে যায়। তবে অমিতাভ কিন্তু সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ দেখেছেন। সে ম্যাচে দুর্ভাবশত হেরে যায় বাংলাদেশ।
রণবীর সিং : রণবীরের প্রায়ই অসুস্থ হয়ে পড়ার বাতিক আছে। এদিকে সিনেমার প্রয়োজনে নানা রকম ঝুঁকিপূর্ণ শুটিং করতে হয় তাকে। তাই ছেলেকে নিয়ে সব সময় শংকার মধ্যে থাকেন রণবীরের মা। তাই সিনেমার সেটে যাওয়ার আগে এ অভিনেতার পায়ের গোঁড়ালিতে কালো ফিতা বেঁধে দেন তার মা। যেন কারো নজর না লাগে। রণবীরও সেটি খুব ভালোভাবেই মেনে চলেন এবং ভুলেও সেই ফিতা তিনি পা থেকে খোলেন না।
শাহরুখ খান : ‘৫৫৫’ বা ট্রিপল ফাইভের প্রতি কিং খানের এক ধরনের ভালোবাসা আছে। শাহরুখ খান যদিও সিগারেট খান তবে এটি কোনো সিগারেট ব্র্যান্ডের নাম নয়। এই সংখ্যাটার প্রতিই তার রয়েছে এক ধরনের অন্ধ বিশ্বাস। কিং খান এই সংখ্যাটিকে তার সৌভাগ্যের প্রতীক মনে করেন। বহুদিন ধরে এমন বিশ্বাস গেঁথে আছে বলিউড বাদশার মনে। আর সেই কারণেই শাহরুখ খানের প্রায় সব গাড়ির নাম্বারে থাকে ৫৫৫।
আমির খান : বড়দিনের মাস ডিসেম্বরকে আমির একটু ভিন্নভাবেই দেখেন। আমির বিশ্বাস করেন তার সবথেকে সৌভাগ্যের মাস হলো ডিসেম্বর। আর এ কারণে এ মাসেই নিজের অভিনীত সিনেমাগুলো মুক্তি দিতে আগ্রহী আমির। পরিসংখ্যানও বলছে ডিসেম্বরে মুক্তি পাওয়া সিনেমাগুলোতেই আমির খানের সাফল্য তুলনামূলক বেশি।
অক্ষয় কুমার : অক্ষয় কুমার নাকি কখনই কাজে ফাঁকি দেন না। সেই থিয়েটারের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ঠিক কখনই নাকি তিনি তার কাজে ফাঁকি দেননি। কিন্তু সিনেমা মুক্তি নিয়ে এ তারকার রয়েছে একটি অন্ধ বিশ্বাস। এ তারকা মনে করেন সিনেমা মুক্তির সময় তিনি ভারতে থাকলে তার সিনেমার প্রতি খারাপ প্রভাব ফেলে। তাই সিনেমা মুক্তির সময় তিনি দেশের বাইরে চলে যান।
বিপাশা বসু : একজন আধুনিক নারীর মধ্যে যা থাকা প্রয়োজন তার সবই রয়েছে বিপাশার মধ্যে। কিন্তু এ অভিনেত্রীও মেনে চলেন কুসংস্কার। গাড়িতে প্রতি শনিবার তাজা লেবু এবং কাঁচা মরিচ ঝুলিয়ে রাখেন তিনি। এ কুসংস্কারটি পেয়েছেন তার মায়ের কাছ থেকে। এতে নাকি সব অশুভ শক্তি দূর হয়ে যায়।
শিল্পা শেঠি : প্রযুক্তির এই যুগে একটি ডিভাইসের মধ্যেই মানুষ সবকিছু চান। কিন্তু এই সময়ে এসেও যদি কেউ দুই হাতে ঘড়ি পরেন তাহলে কী বলবেন? হ্যাঁ, অভিনেত্রী শিল্পা শেঠির বিশ্বাস দুই হাতে ঘড়ি থাকলেই দল জিতবে। তাই আইপিএল-এ তার দল রাজস্থান রয়েলসের খেলার সময় দুই হাতে ঘড়ি পরে হাজির হন শিল্পা।
বিদ্যা বালান : জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান সবসময় ‘হাশমী’ নামক একটি পাকিস্তানি ব্র্যান্ডের সুরমা ব্যাবহার করেন । বিদ্যা বিশ্বাস করেন, এই সুরমা নাকি বিদ্যাকে সবচেয়ে খারাপ সময়ে যৌক্তিক হতে শেখায়। যার কারণে ব্যক্তিগত জীবনে বিদ্যা একজন প্রচণ্ড যৌক্তিক মানুষ।
ক্যাটরিনা কাইফ : ক্যাটের ধারনা খাজা মইনুদ্দিন চিশতী (র)-এর দরবারে গেলে সকল প্রকার অশুভ কেটে যায়। এই বিশ্বাস থেকেই তার প্রত্যেক সিনেমা মুক্তির আগে তিনি চিশতী (র)-এর মাজার জিয়ারত করেন।
আজয় দেবগান : জাতীয় পুরস্কার জেতা অভিনেতা অজয় দেবগান অন্ধবিশ্বাস থেকেই তার নামের বানান পরিবর্তন করেন। এ তারকার মায়ের সংখ্যাতত্ত্বে বিশ্বাস আছে। অজয়ের ইংরেজি নামের দেবগন থেকে ‘এ’ বাদ দেওয়া হয়। আর তা করা হয় এ অভিনেতার মায়ের ইচ্ছেনুসারেই।
সঞ্জয় দত্ত : সঞ্জয় দত্তের গাড়ির নাম্বার ৪৫৪৫। এটি নিয়ে এ তারকার রয়েছে কুসংস্কার। সঞ্জয়ের বাবা নাকি মনে করতেন সঞ্জয়ের জন্য শুভ সংখ্যা ৯। আর সে কথা জানার পর থেকেই নিজের গাড়িতে ৯ কে ভেঙে ৪ ও ৫ করে সেটি থেকে ৪৫৪৫ বানিয়ে সেটাকে গাড়ির নাম্বারের জন্য আপিল করেছিলেন। আর তারপর থেকেই এই নাম্বারটিই ব্যবহার করে যাচ্ছেন তিনি।
সালমান খান : সালমান খানের ধারণা তার হাতে পরিহিত ব্রেসলেটের নীল পাথর নাকি তার সৌভাগ্যের প্রতীক এর কারণে নাকি সালমান তার জীবনে একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছেন। তাই খুব কঠিন প্রয়োজন ছাড়া তিনি এটি খোলেন না।
রণবীর কাপুর : অভিনেতা রণবীর কাপুরের বিশ্বাসটাও সংখ্যায়। তিনি মনে করেন ৮ তার লাকি নাম্বার। কারণ তার মায়ের জন্মদিনের তারিখে রয়েছে ৮। এ কারণে রণবীর তার গাড়ির নাম্বার প্লেটে ৮০০০ সংখ্যাটি ব্যবহার করেন।
অভিষেক বচ্চন : বাবার মতোই খেলাপাগল অভিষেক বচ্চন। তবে খেলা দেখার সময় একাকী বসতে পছন্দ করেন তিনি। কারণ তিনি মনে করেন খেলা দেখার সময় নড়াচড়া করলে সেটা নাকি তার পছন্দের দলকে পিছু টেনে ধরে। তাই সব সময় একাকী খেলা দেখেন তিনি।