খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: টাইম ম্যাগাজিনের ১০০ জনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় এবার জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
শুধু তাই নয়, তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য ৬ জনকে নিয়ে বিশেষ কভার সিরিজ করবে ম্যাগাজিনটি। এই ৬ জনের মধ্যেও রয়েছেন প্রিয়াঙ্কা। এই তালিকায় আরও লিওনার্দো ডি ক্যাপ্রিও, নিকি মিনাজ, মার্ক জুকারবার্গ ও প্রিসিলা চ্যানের মতো ব্যক্তিত্ব রয়েছেন।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এ বছরই পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। দাদাসাহেব ফালকে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি। এবার পেলেন আরেক অনন্য সম্মান।