খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: গেল জন্মদিনেই বলিউডের সুপারস্টার আমির খান জানিয়েছিলেন তাঁর এক বিশেষ ইচ্ছা। মা জিনাত হুসাইন ছেলেবেলায় বেনারসের যে বাড়িতে থাকতেন, সেটি কিনতে চান তিনি। স্মৃতিবিজড়িত এই বাড়িটি মাকে উপহার দেওয়াই আমিরের ইচ্ছা। জিনাত হুসাইনের অনেক ইচ্ছা সেই বাড়িতে সময় কাটানোর। তবে এনডিটিভির খবরে জানা গেল, মায়ের এই ইচ্ছা পূরণ করা খুব একটা সহজ হচ্ছে না আমিরের জন্য।
বেনারসের ওই বাড়িটির নাম খাজা মঞ্জিল। বর্তমানে এই বাড়ির মালিক মোট তিনজন। বাড়িটি কেনার জন্য বেশ চেষ্টা করে যাচ্ছেন আমির খান, তবে সেটা আপাতত দুঃসাধ্য বলেই মনে হচ্ছে। একে তো অংশীদারি মালিকানার কারণে বাড়ির দখলদারিত্ব নিয়ে রয়েছে গোলযোগ, তার ওপর তিন মালিকের মধ্যে দুজন নাকি বাড়িটি বিক্রি করতে রাজি নন। এমনকি, আমিরের আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলতেও রাজি হননি তাঁদের কেউই।
আমিরের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ওই দুই মালিকের সঙ্গে কথা বলার জন্য এরই মধ্যে কয়েকবার চেষ্টা করা হয়েছে। তবে একবারও চেষ্টা সফল হয়নি। তবে আমির এখনো আশা ছাড়ছেন না এ বিষয়ে। তিনি কেবল যে বাড়ির মালিকের সঙ্গে আলাপ করতে চাচ্ছেন তা নয়, বরং স্থানীয় লোকজনকেও বোঝানোর চেষ্টা করছেন যাতে করে তারা এই বাড়িটি আমিরের কাছে বিক্রির জন্য মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করেন।
বিভিন্ন সময়ের আলাপেই আমির বেনারসের প্রতি তাঁর ভালোবাসার কথা উল্লেখ করেছেন। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ ছবির প্রচারণার জন্যও তিনি গিয়েছিলেন এই শহরে। বেনারসে মায়ের স্মৃতিবিজড়িত বাড়িটি কেনার সমূহ আগ্রহ থাকলেও অবশ্য এই বিষয়ে এখনো আমির বা তাঁর মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।