Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬:  বাহুবলীর সামনে আরও বড় বিপদ আসতে চলেছে। যে বাহুবলীর পেশিশক্তিতে ভর করে দুষ্টের দমন হওয়ার কথা ছিল, তাঁকে হত্যা করেছেন কাটাপ্পা। কিন্তুৃবাহুবলী ফিরে এসেছেন। প্রথম পর্ব মোক্ষম রহস্য রেখে শেষ হয়েছিল। কেন বাহুবলী-কে হত্যা করলেন কাটাপ্পা? সে প্রশ্নের উত্তর বাহুবলী ২-তে পাওয়া যাবে।
কিন্তু এইটুকু বলে দেওয়াই যায়, ভাল্লালা দেবার উপর প্রতিশোধ নিতে এইবারে ঝাঁপিয়ে পড়বেন নতুন বাহুবলী। কিন্তু তাঁর এই কাজ কি সহজ হবে? উত্তর, মোটেই না। বরং আরও কঠিন হতে চলেছে বাহুবলীর কাজ। ছবির সিকোয়েলে আরও ধূর্ত, নৃশংস হয়ে ফিরছেন ভাল্লালা দেবা। সঙ্গে আরও শক্তিশালী। মারণ শক্তি থাকবে তাঁর শরীরে। সেই জন্য নিজেকে গড়েপিটে নিচ্ছেন পুরোদস্তুর।
আসল খবর এবারে ফাঁস করা যাক। বাহুবলী ২-এর জন্য তৈরি হচ্ছেন ভাল্লালা দেবা-রূপী রানা ডগ্গুবত্তি। আরও বাড়িয়ে নিচ্ছেন তাঁর পেশী। জিমে তাঁর সেই প্রস্তুতির ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে।