Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬: মহান মে দিবস উপলক্ষে নাট্যাঙ্গনে রয়েছে একাধিক আয়োজন। এর মধ্যে প্রতি বছরের মতো এবারও মে দিবসে দিনব্যাপী আয়োজন সাজিয়েছে দেশের অন্যতম নাট্য সংগঠন আরণ্যক। এবারও ‘মে দিবসের কাগজ’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ হবে।
ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ১ মে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত হবে মে দিবসের আলোচনা, সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও পথনাটক।
দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে আরণ্যকের ‘রাঢ়াঙ’ নাটকের মঞ্চায়ন। এটি উপভোগ করা যাবে দর্শনীর বিনিময়ে। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
১৯৮২ সাল থেকে আরণ্যক নিয়মিতভাবে মে দিবস পালন করে আসছে। প্রতিবছরই অনেক শ্রমিক আরণ্যকের অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হয় এই আয়োজনে।
আরণ্যকের প্রধান মামুনুর রশীদ বলেন, ‘প্রথমবার ১৯৮২ সালে বাংলা একাডেমি চত্বরে অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম। সেখানে আবৃত্তি, নাটক, কবিকণ্ঠে কবিতা পাঠ, সঙ্গীত ছিল। সে ধারাবাহিকতা ধরেই প্রতি বছর অনুষ্ঠান সাজানো হয়।’
তিনি আরও বলেন, ‘এটা আসলে এক ধরনের সামজিক দায়বোধের জায়গা থেকেই আয়োজন করা। আমাদের পরিষ্কার একটা উদ্দেশ্য রয়েছে। আমরা চাই শ্রমিক শ্রেণী এ দিবসটিকে কেন্দ্র করে তাদের অধিকার বিষয়ে সচেতন হবে। এলিট শ্রেণীও শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হবে। মধ্যবিত্ত শ্রেণী আরণ্যকের আয়োজনকে নিজেদের মনে করবে। ছায়ানটের পয়লা বৈশাখ অনুষ্ঠান যেমন সার্বজনীন হয়ে গেছে, আরণ্যকের মে দিবসের আয়োজনও সর্বজনীন হবে।’
আরণ্যক ছাড়াও ঢাকার অন্যতম নাট্যসংগঠন ‘বাতিঘর’ এবারের মে দিবসকে ঘিরে অনুষ্ঠান সাজিয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে মে দিবসে (রবিবার) বিকেল সাড়ে ৪টায় ‘বাতিঘর’র আয়োজনে উপস্থিত থাকবেন, বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
এছাড়া স্বনামধন্য কয়েকটি নাট্যদল অংশগ্রহণ করবে এই আয়োজনে। থাকেছে প্রাচ্যনাট, তীরন্দাজ ও সংবৃতা। এবারের মে দিবসের আয়োজনে থাকবে নাট্যকর্মী তনয় ও তনুর বিচারের দাবিতে প্রতিবাদ সংহতি। সন্ধ্যা ৭টায় বাকার বকুলের নির্দেশনায় নাটক ‘ঊর্ণাজাল’-এর ৯ম মঞ্চায়ন করবে ‘বাতিঘর’।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মুক্ত নীল, সজীব তানভীর, সাদ্দাম রাহমান, সাবরিনা শারমিন, মনিরুজ্জামান লিপন, সাফিন আহমেদ অশ্র“, সঞ্জয় গোস্বামী, সঞ্জয় হালদার, ফিরোজ মুনীর, শিশির সরকার, সাদিয়া ইউসুফ, নিকুল কুমার মন্দল, শাহানা জয়, লাবনী লুবনা, তানজিম আহমেদ শাফি, রুম্মান শারু, তারানা তাব্বাসুম চেরী প্রমুখ।
নাটকটিতে দেখা যাবে বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনোসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গায়েনের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিব কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে বাতিঘরের নাটক ‘ঊর্নাজাল’-এর কাহিনী।
তাছাড়া মহান মে দিবসে অনুষ্ঠান সাজিয়েছে ম্যাড থেটার। এই দিবসটিকে ঘিরে ‘ম্যাড থেটার’ মঞ্চায়ন করবে নাট্যপ্রযোজনা ‘নদ্দিউ নতিম’। রাজধানীর সেগুনবাগিচার স্টুডিও থিয়েটার হলে রবিবার (১ মে) সন্ধ্যা ৭টায় নাটকটির ১০ম প্রদর্শনী হবে। বিশ্বের সকল শ্রমিকদের উদ্দেশে নিবেদিত হবে এই প্রদর্শনী।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস থেকে ‘নদ্দিউ নতিম’-এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান ও আবহসংগীত আর্য মেঘদূত।