খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: পাকিস্তানি নাটকের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ভারতীয় সুপারস্টার বিদ্যা বালান। এই বলিউড অভিনেত্রী পাকিস্তানি নাটকের ‘স্ক্রিপ্ট, প্রডাকশন মান, মেক-আপ, পারফরমেন্স এককথায় দুর্দান্ত’ বলে অভিহিত করেন।
তিনি নারী চরিত্রে অভিনয়কারী শিল্পীদেরও প্রশংসাও পঞ্চমুখ ছিলেন। তার মতে, নারীরা তাদের অভিনয়ে চমৎকারভাবে ‘বাস্তবতা’ তুলে ধরেন।
এক টুইট বার্তায় তিনি তার অভিমত প্রকাশ করেন।
তিনি বলেন, ‘জিন্দেগি চ্যানেলটি নিয়মিত দেখার অভ্যাসই করে ফেলেছি।’
তিনি জানান, ‘আমি কানকার, মেরে হাজারি অ্যান্ড এক মোহাব্বাত কি বাদৃ দেখে মুগ্ধ।’
জিন্দেগি চ্যানেলটি হিন্দি চ্যানেল। এতে পাকিস্তানি নাটক ছাড়াও অন্যান্য দেশের নাটক প্রচারিত হয়।