Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: ক্যারিয়ারের শুরুতে ভাটদের একাধিক ছবিতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। এসব ছবিতে আবেদনময়ী উপস্থাপনার পাশাপাশি অভিনয় দক্ষতা দিয়েও সবার নজর কাড়েন তিনি।
এদিকে সর্বশেষ ‘হামসকল’ ছবিতে কাজ করেছিলেন এষা। কমেডিনির্ভর এ ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়। বর্তমানে কয়েকটি বড় বাজেটের ছবির কাজ করছেন তিনি।
তবে নতুন খবর হলো এবার একটি গানে আইটেম কন্যা রূপেও পাওয়া যাবে তাকে। ছবির নাম ‘রাঙ্গুন’। পরিচালনা করেছেন বিশাল ভারদওয়াজ। সাইফ আলী খান, কঙ্গনা রানাউত ও শাহিদ কাপুর এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আর এষাকে এ ছবিতে একটি আইটেম গানে কোমর দোলাতে দেখা যাবে।
এবারই প্রথমবারের মতো কোন আইটেম গানে পারফর্ম করলেন তিনি। সম্প্রতি ব্যাপক খোলামেলা হয়ে এ ছবির আইটেম গানের শুটিং করেন তিনি। এর আগে এতটা ছোট পোশাকে এষাকে দেখা যায়নি। গানটিতে বার গার্ল হিসেবে নাচতে দেখা যাবে তাকে। এ গানটির কোরিওগ্রাফি করেছেন রেমো ডিসুজা। ‘রাঙ্গুন’ ছবিটি আসছে সেপ্টেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে। আর এ গানটি দিয়ে ছবির প্রচারণা শুরু করা হবে। বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত ও আনন্দিত এষা।
এ বিষয়ে তিনি বলেন, এই প্রথম আইটেম গানে নাচলাম। আমার খুবই ভালো লেগেছে। কারণ সেটটি অনেক ভিন্নধর্মী ছিল। গতানুগতিক আইটেম গানের বাইরেও এটি করা হয়েছে। বরাবরের মতো সুপারহট এষাকেই এখানে আবিষ্কার করা যাবে। আশা করছি ভালো লাগবে সবার।