খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: দিনে দুপুরে কোলাহলের মধ্যেই শান্তিনগরে ছিনতাইকারীদের কবলে পড়লেন অভিনেতা লিটু আনাম। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
এ বিষয়ে লিটু আনাম সাংবাদিকদের বলেন, ‘বিকেলে ব্যক্তিগত কাজে বেইলিরোড থেকে পল্টনে যাচ্ছিলাম। শান্তিনগরের ট্রাফিক সিগনাল পার হতেই পেছন থেকে তিন-চারজন ছেলে আক্রমন করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে আমি সামান্য আঘাত পাই। তবে তারা আমার কাছ থেকে কিছুই নিতে পারেনি।’
তিনি বলেন, ‘ঘটনাস্থলে অনেক লোক জড়ো হয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একজনকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। তাকে পল্টন থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আমি একটি মামলা করেছি।’