Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’-কে সেরা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে।
ঘোষণার সময় সঞ্চালক যখন সিনেমার পটভূমি উল্লেখ করছিলেন তখন অবাক হয়ে শুনছিলেন গোটা দেশের সিনেমা জগতের নক্ষত্ররা।
৩রা মে দিল্লির বিজ্ঞান ভবনে ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ‘শঙ্খচিল’-এর প্রযোজক মৌ রায় চৌধুরীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন। দেশ ভাগের পটভূমিতে সীমান্ত এলাকার মানুষের জীবন ছবি তুলে ধরা হয়েছে এই ছবিতে। রাষ্ট্রপতির হাত থেকে রৌপ্য পদক ও মানপত্র গ্রহণ করার জন্য মৌ রায় চৌধুরীর নাম ঘোষণা হতেই নিচে দর্শকাসনে করতালির ঝড় বয়ে গিয়েছিল।
জাতীয় পুরস্কার পেয়ে প্রযোজক মৌ রায় চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে পুরস্কৃত হওয়ার অভিজ্ঞতা কথায় প্রকাশ করা অসম্ভব। দাদাসাহেব ফালকে পুরস্কৃত মনোজ কুমার এবং কিংবদন্তি অমিতাভ বচ্চনদের সঙ্গে এক মঞ্চে পুরস্কৃত হওয়ায় গর্ব অনুভব করছি ঠিকই। তবে প্রথম দিকটায় নার্ভাস লাগছিল। বাংলা সিনেমা ও বাঙালির জন্য সমর্পণ করছি এই পুরস্কার।