খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: প্রতি মুহূর্তে যা কিনছেন, ক্যারিয়ারে এগোতে প্রতিটা সিদ্ধান্ত নিচ্ছেন, এমনকি সন্তান পালনের ক্ষেত্রেও যদি প্রতিটা পদক্ষেপ নেওয়ার সময় অন্য কারো অনুমতির দরকার পড়ছেÑ আট বছর ধরে এভাবেই কাটছে পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের জীবন।
আদালতের নির্দেশনায় তার ওপর ‘কনজারভেটরশিপ’ বা ‘গার্ডিয়ানশিপ’ ন্যস্ত করা হয়। যে তার নিজের জীবনটাকে গুছিয়ে রাখতে পারেন না বা ব্যক্তিগত অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারেন না, তাদের জীবন পরিচালনায় নজরদারির দায়িত্ব একজনের ওপর দেয়া হয়। ব্রিটনিকে নজরে রাখতে ও তার সব কাজে দেখভালের দায়িত্ব বাবা জেমি স্পিয়ার্সকেই দেয়া হয় ওপর ন্যস্ত হয়েছে। তিনি নিজেও একজন আইনজীবি।
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর যখন মাদকাসক্ত হয়ে পড়েন ক্যারিয়ার তখনই ধ্বংসের পথে হাঁটতে থাকে। ২০০৮ সালে তার বাবা মেয়েকে বাঁচাতে আদালতের নির্দেশে এ দায়িত্ব নেন। ২০০৯ সালের দিকে যখন জনপ্রিয়তার শীর্ষে পপ স্টার ব্রিটনি তার ট্যুর থেকে ফিরে আসার পর স্থায়ীভাবে তার ওপর ‘গার্ডিয়ানশিপ’ প্রতিষ্ঠিত হয়। তার স্বাস্থ্য ফিরিয়ে আনা, বদভ্যাস দূর করা এবং ক্যারিয়ার ফিরিয়ে আনতে হাল ধরেন বাবা। সেই থেকে টানা ৮ বছর ধরে ব্রিটনি পরাধীনতার শেকলে বন্দি হয়ে রয়েছেন।
তার ওপর এই নজরদারি শুরু হওয়ার পর থেকে বেশ উন্নতির দিকে এগোচ্ছেন তিনি। স্বাস্থ্য ফিরে পাচ্ছেন। বেশ মনোযোগের সঙ্গে কাজও করতে পারছেন। সম্প্রতি তিনি লস অ্যাঞ্জেলসের নিজ বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।