Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: গেল সপ্তাহে বিজ্ঞাপনের শুটিংয়ের মধ্য দিয়ে তিন বছর পর কাজে ফিরেছেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা।
সৈয়দ রাসেলের নির্দেশনায় যমুনা ফ্যানের বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্য দিয়ে তিনি তার পেশাগত কাজে ফিরেছেন। তবে আজ ৮ মে মা দিবসে মোনালিসা অভিনয়ে ফিরেছেন।
আজ সকাল থেকে তিনি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে জাকিয়া সুলতানা লুনার গল্পে, হাবিব জাকারিয়ার চিত্রনাট্যে ও ইমনের নির্দেশনায় রোমান্টিক গল্পের নাটক ফিনিক্স ফ্লাই নাটকের কাজ শুরু করেছেন।
এ নাটকে মোনালিসা তন্বী চরিত্রে অভিনয় করবেন। আর এ নাটকে অভিনয়ের মধ্য দিয়েই মোনালিসা তিন বছর পর অভিনয়ে ফিরেছেন। এ নাটকে তার সহশিল্পী হিসেবে থাকছেন দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।
মোনালিসা বলেন, ‘অনেক দিন পর আবারো অভিনয়ে ফিরেছি। তাই নিজের মধ্যে সত্যি এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। এটা সত্যি যে আমি মন থেকে অনুভব করি মডেলিং। কিন্তু অভিনয়ও কোনো অংশে কম নয়। সবার কাছে দোয়া চাই যেন অভিনয়ে ঠিক আগের মতোই নিজেকে তুলে ধরতে পারি।বিশেষ ধন্যবাদ জানাই ফিনিক্স ফ্লাই নাটকের নির্মাতাকে। কারণ তার নাটকে অভিনয়ের মধ্য দিয়েই আমি অভিনয়ে ফিরছি। সহশিল্পী হিসেবে সজলকে পেয়েও ভালো লাগছে। কারণ সজল আমার খুব ভালো একজন বন্ধু।’
এ দিকে মোনালিসা জানান, মাহফুজ আহমেদের প্রযোজনায় বেশ কিছু নাটকে তিনি অভিনয় করবেন। ভিন্ন ভিন্ন কয়েকজন পরিচালক সেগুলো নির্মাণ করবেন। পাশাপাশি সাগর জাহান, তাজসহ আরো বেশ ক’জন নির্মাতার নির্দেশনাতেও নাটকে অভিনয় করেছেন।