Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ মে ২০১৬: আন্তর্জাতিক রক্তচন্দন কাঠ পাচারের মাফিয়া মারকোন্দান লক্ষণ ওরফে তামাঙের সহযোগী সন্দেহে সাবেক বাঙালি মডেলকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশের চিত্তর পুলিশ। গ্রেফতারকৃতের নাম সঙ্গীতা চট্টোপাধ্যায়। তামাঙের সাবেক বান্ধবী সঙ্গীতা গোপন তথ্যের হদিস দেবে বলেই মনে করা হচ্ছে। গ্রেফতারের পরই ট্রানজিট পরোয়ানার জন্য সঙ্গীতাকে আদালতে নিয়ে যাওয়া হয়। তবে আদালত সঙ্গীতার অন্তর্র্বতী জামিন মঞ্জুর করেছে। সেইসঙ্গে আগামী ১৮ মে চিত্তর আদালতে তাকে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কোনো এক সময় লাস্যময়ী বিমানসেবিকা ও সাবেক মডেল সঙ্গীতা চট্টোপাধ্যায় তামাঙের নেটওয়ার্ক দেখাশোনা করত। নতুন খদ্দেরদের সঙ্গে পরিচয় করিয়ে দিত। এমনই জানিয়েছে চিত্তর পুলিশ। তদন্তে উঠে এসেছে, রক্তচন্দন পাচারের কারবার মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতায় ছড়িয়ে পড়েছিল সঙ্গীতার মদতেই। শুধু দেশেই নয় মায়ানমারেও নেটওয়ার্ক তৈরি করেছিল সঙ্গীতা।
২০১৪ সালে রক্তচন্দন পাচারকারী মাফিয়া মারকোন্দান লক্ষণ ওরফে তামাঙকে নেপাল থেকে গ্রেফতার করা হয়। তারপরেই বাঙালি মডেল সঙ্গীতার বিষয়ে তথ্য পায় চিত্তর পুলিশ। জেরায় তামাং জানায় সঙ্গীতার মাধ্যমে রক্তচন্দন কাঠ পাচারের নেটওয়ার্ক তৈরির কথা।
চিত্তের পুলিশ সুপার শি শ্রীনিবাস জানিয়েছেন যে, তামাং মণিপুর থেকে পালিয়ে এসে চেন্নাইতে ঘাঁটি তৈরি করেছিল। অন্ধ্রপ্রদেশের চিত্তর, কুরনুল ও কাদাপা জেলার অরণ্য থেকে রক্তচন্দন দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় পাচার করত। সুন্দর হাসির ছলনায় কলকাতা থেকে এজেন্ট হিসেবে তা দেখাশোনা করত সঙ্গীতা।