Thu. Sep 18th, 2025
Advertisements

43kখোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: ৬৯তম কান চলচ্চিত্র উৎসব এরই মধ্যে জমে উঠেছে। বিশ্বের সব চলচ্চিত্র প্রেমীরা উৎসব চলাকালীন কয়টি দিন ফ্রান্সের কানের দিকেই নজর রাখেন। কি হচ্ছে সেখানে! নিজ দেশ থেকে কোনো তারকা অংশ নিলে তো কোনো কথাই নেই। উৎসবকে ঘিরে আগ্রহের মাত্রা আরও বেড়ে যায়। আর সেটা বাড়িয়ে দিয়েছেন আমাদের দেশেরই তারকা তৌকীর আহমেদ।
‘অজ্ঞাতনামা’ ছবি নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছেন তিনি। এরই মধ্যে বিশ্বের অনেক নামজাদা তারকারা কানের লাল গালিচায় পা রাখলেও তৌকীর আহমেদকে দেখা যায়নি। দেশে তার অগনিত ভক্তের অপেক্ষা ছিল কখন দেখা মিলবে তার। দর্শক-ভক্তের সে জল্পনার অবসান ঘটিয়েছেন তৌকীর। কানের লাল গালিচায় তিনি এক নন। সঙ্গে স্ত্রী বিপাশা হায়াতকে সহ নিয়ে গেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সেই ছবিই প্রকাশ করলেন তিনি। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় কান উৎসবে অংশ নিতে যাওয়া সে ছবি ভক্তদের জন্য প্রকাশ করেন তৌকীর