খোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: বসগিরি’ ছবির নায়িকা কে সেটা এখন সবাই জানেন। নায়িকা-রহস্য সমাধান হওয়ার পর আজ সোমবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। আর এই শুটিংয়ের মধ্য দিয়েই চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন নবাগত নায়িকা বুবলি। প্রথম ছবিতেই তিনি নায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন। গত শনিবার ঢাকার একটি অভিজাত হোটেলে এই নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
চলচ্চিত্রে প্রথম কাজ করতে যাচ্ছেন এ প্রসঙ্গে বুবলি বলেন, ‘আমার আগামীকাল থেকে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু আজ থেকেই শুরু করলাম। ছোট একটা দৃশ্যের শুটিং করছি আজ। গাড়ি থেকে নামার একটি দৃশ্যে অভিনয় করব। আগামীকাল থেকে টানা শুটিং শুরু হবে।’
প্রথম ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের বিষয়ে বুবলি বলেন, ‘আমি অনেক বেশি অ্যাকসাইটেড। একে তো চলচ্চিত্রে কাজ করছি, তাও আবার সুপারস্টার শাকিব খানের বিপরীতে। তিনি অনেক বড় শিল্পী। আমি শাকিব খানের সঙ্গে শুটিং করতে ভয় পাচ্ছি। এর আগে সংবাদ পাঠ করেছি কিন্তু অভিনয়টা এই প্রথমবারের মতো। ভয়, উত্তেজনা সবই কাজ করছে। তবে আমার বিশ্বাস, আমি ভালো করতে পারব। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
চলচ্চিত্রে আসার গল্পটা কী জানতে চাইলে বুবলি বলেন, “চলচ্চিত্রে কাজ করার কোনো চিন্তা মাথায় ছিল না। বেশ কয়েক মাস আগে পরিচালক শামীম আহমেদ রনি ভাই আমাকে শাকিব খান প্রযোজিত ‘প্রিয়ারে’ ছবির নায়িকা হওয়ার প্রস্তাব দেন। টিভিতে সংবাদ পাঠ করতে দেখার পরই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন। নায়িকা হওয়ার বিষয়টি প্রথমে আমার পরিবার মানতে চায় না, কিন্তু পরে পরিবারের সঙ্গে কথা বলে সবাইকে রাজি করানো হয়। আমিও নতুন করে নিজেকে তৈরি করতে শুরু করি। কিন্তু হঠাৎ করেই ‘বসগিরি’ ছবি থেকে যখন অপুদি (অপু বিশ্বাস) এই ছবি থেকে সরে দাঁড়ান, তখন পরিচালক আমাকে কাজটি করার প্রস্তাব দেন। সব মিলিয়ে হঠাৎ করেই হয়ে গেছে। আর ওদিকে ‘প্রিয়ারে’ ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে।”
নায়িকা হিসেবে নিজের প্রস্তুতি নিয়ে বুবলি বলেন, ‘পরিবারের অনুমোদন পাওয়ার পর থেকেই নিজেকে প্রস্তুত করার কাজটি করছি। নিয়মিত জিম করছি। ডান্স করছি এমনকি ফাইটও শিখছি। এখনো প্রতিদিনের বেশির ভাগ সময়ই কাটে অনুশীলন দিয়ে।’
শাকিব খানের বিপরীতে অভিষেক হতে যাওয়া বুবলি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন। এতদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করতে তিনি।