খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ মে ২০১৬: দীপিকা পাড়ুকোনো হলিউডে ‘ট্রিপল এক্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এটি এখনও রিলিজ হয়নি। তার আগেই এই ছবির কিছু দৃশ্য ফাঁস হয়ে গিয়েছে।
ফাঁস হওয়া সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরই সঙ্গে এই ছবির কিছু স্টিল ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যে গুলিতে দেখা যাচ্ছে বলিউডের বিউটি দীপিকাকে।
এই ছবিতে একেবারে আলাদা অবতারে দেখা যাবে নায়িকাকে। ইতিমধ্যেই বলিউডের নাম্বার ওয়ান আসনটি পোক্ত করে ফেলেছেন দীপিকা। এ বার হলিউড জয় করার পালা।
বেশ কিছুদিন ধরে উত্তর আমেরিকাতেই রয়েছেন সুন্দরী ‘ট্রিপল এক্স’-ছবির শুটিংয়ের জন্য। এই ছবি নিয়ে দীপিকা ভক্তদের উত্তেজনা তুঙ্গে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, সিনেমা রিলিজের আগে ফাঁস হয়ে যাওয়া সিনেমার ক্লিপিং দেখতেই ব্যস্ত দর্শকরা।