Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: বলিউড নয়, এখন তিনি হলিউড তারকা। সর্বত্র যাকে নিয়ে চলছে আলোচনা। তিনি আর কেউ নন। প্রিয়াংকা চোপড়া।
বলিউডের সীমানা ছাড়িয়ে যিনি রাজত্ব করছেন হলিউডেও। বলা চলে, ক্যারিয়ারের বর্ণিল এক সময় পার করছেন এ অভিনেত্রী। আর সেই প্রিয়াংকাই কিনা কেঁদে অশ্র“সিক্ত হলেন। কি হলো তার! প্রিয়াংকা এমন অশ্র“সিক্ত নয়ন দেখে ভক্তের মনও ভালো নেই হয়তো। দুঃচিন্তায় পড়তে পারেন অনেকে। ভয়ের কিছু নেই। প্রিয়াংকার এ কান্না কোনো না পাওয়াকে ঘিরে নয়। কিছু হারিয়ে এভাবে কেঁদে ভাসাননি। তার এ আবেগী অনুভূতি শুধুই ‘বেওয়াচ’ টিমকে ঘিরে।
সদ্য শুটিং শেষ করা ছবিটির ইউনিটের সঙ্গে কাটানো ফ্রেমবন্দি করা মুহূর্তগুলো অন্তত সেটাই বলছে। যা প্রিয়াংকা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ‘বেওয়াচ’-এর কাজের অভিজ্ঞতা হয়েছে অনেক। সামাজিক যোগাযোগের মাধ্যমে তেমনই ১০টি ছবি পোস্ট করেছেন সাবেক এ বিশ্বসুন্দরী। আর সেটা নিয়েই চলছে বি-টাউনের ভক্তের যত আলোচনা।
অনেকে প্রিয়াংকার এ আবেগী অনুভূতির সঙ্গে শামিল হয়েছেন। হলিউডের ‘বেওয়াচ’ ছবিটি পরিচালনা করেছেন সেথ জর্ডন। এতে প্রিয়াংকা অভিনয় করেছেন ভিক্টোরিয়া লিডসের ভূমিকায়। আর তার বিপরীতে আছেন ডোয়েন জনসন। আর দেখা যাবে জ্যাক এফ্রোন ও পামেলা অ্যান্ডারসনকে। সব ঠিক থাকলে আগামী বছর জুনে ছবিটি মুক্তি পাবে।