Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: ভাবতেই গা ছমছম করছে। জীবনের প্রথম শর্টেই শাকিব খানকে চড় মারতে হবে। তাই অনেকটা নার্ভাস।’ নিজের প্রথম শুটিং নিয়ে এভাবেই বললেন নবাগত নায়িকা বুবলি। এফডিসিতে চলছে বসগিরির শুটিং। আর প্রথম শর্ট দিতে যাচ্ছেন বুবলি। যেখানে শাকিব খানের গালে কষিয়ে একটি চড় দিতে হবে তাকে।
বুবলি ছিলেন সংবাদ উপস্থাপিকা আর এখন নায়িকা। পড়তেন সংবাদ আর এখন নিজেই সংবাদের খোড়াক। তাই কিছুটা নার্ভাস হলেও যথেষ্ট আত্মবিশ্বাসী বুবলি। তিনি বলেন, ‘যদিও অভিনয়ের সাথে সম্পৃক্ত নই, তারপরও চেষ্টা করব সেরাটা ঢেলে দিতে। ভাবছি, শর্টটা যেন ফার্স্ট টেকেই ওকে হয়।’
উল্লেখ্য, শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে সম্প্রতি আলোচনায় আসেন এই লাস্যময়ী।