খোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: চলতি বছরের শেষের দিকে বিয়ে করছেন সালমান গুঞ্জন ছিলো এমনই। এবার শোনা যাচ্ছে তার বিয়ের তারিখও নাকি পাকা হয়ে গেছে।
শোনা যাচ্ছে, এ বছরের ২৭ ডিসেম্বের সাত পাঁকে বাঁধা পড়বেন দাবাং তারকা সালমান খান। দীর্ঘদিনের প্রেমিকা লুলিয়া ভানটুরকেই নাকি বউ সাজিয়ে ঘরে তুলতে যাচ্ছেন সাল্লু।
এবার হয়তো গুঞ্জণ সত্যই হতে চলেছে। কিছুদিন আগে মুম্বাই বিমানবন্দরে সালমানের মা সালমা খান ও বোন আর্পিতা খানের সঙ্গে দেখা গেছে লুলিয়াকে। এছাড়া প্রীতি জিনতার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন সালমান-লুলিয়া।
বয়স পঞ্চাশোর্দ্ধ হলেও বলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচলের নাম সালমান খান। তাই সালমানের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সালমানের নারী ভক্তদের মনে বয়তে শুরু করেছে ঝড়। সালমান বিয়ে করলে নারী ভক্তরা তার থেকে মুখ ফিরেয়ে নিবে কি নিবে না! এখনই ভাবতে শুরু করেছেন সমালোচকরা।