Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54kখোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: চিত্রনায়িকা রত্না জীবনে যুক্ত হল আরেকটি সাফল্যের পালক। তিনি ঢাকা ক্যাপিটাল ল কলেজ থেকে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্রী হিসেবে এলএলবি পরীক্ষায় পাস করেছেন।
কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন। এ কলেজের পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪৩৬ নম্বর পেয়ে রত্না মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন।
বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর রত্না বলেন, ‘এ ফলাফলে আমি ভীষণ খুশি। বলা চলে আরেকটি স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছি। আমার নানু অসুস্থ হয়ে হাসপাতালে থাকা অবস্থায় মানসিক চাপ নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। এতো ভালো রেজাল্ট হবে ভাবতে পারিনি। আমার চেষ্টার পাশাপাশি মা-বাবা, আর ভক্ত-দর্শকদের ভালোবাসা ও দোয়া সঙ্গে ছিল বলেই আমি সফল হতে পেরেছি।’
শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে রত্না বলেন, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার ক্যাপিটাল ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট হূমায়ুন কবির স্যার এবং অ্যাডভোকেট জুয়েল স্যারকে। এ ছাড়াও আমি বিশেষভাবে কৃতজ্ঞ মিলন ল কোচিংয়ের অ্যাডভোকেট মিলন স্যার ও অ্যাডভোকেট সোহেল স্যারের কাছে। তাদের গাইডলাইন আমাকে ভালো ফলাফল পেতে সাহায্য করেছে।’
রত্না আরও বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স সম্পন্ন করার পরও আইন বিষয়ের ওপর বিশেষ দুর্বলতা থাকায় এলএলবি কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি একজন ভালো অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন দেখি।’