Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪শুক্রবার, ২৭ মে ২০১৬: অনুমতি ছাড়া রিংটোন ও গুনগুনে গান ব্যবহারের অভিযোগে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা বাংলাদেশের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন জেমস ও মাইলস ব্যান্ডের সদস্যরা।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লার আদালতে মাহফুজ আনাম জেমস ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ স্বশরীরে হাজির হয়ে মামলাগুলো আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে প্রত্যাহারের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
নথি থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে জেমসের গাওয়া ‘দুঃখিনী দুঃখ করো না’ গানটি রিংটোন ও গুনগুন হিসেবে ব্যবহার করছে রবি। এ ক্ষেত্রে জেমসের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জেমস বাদী হয়ে ২০১০ সালের ৫ এপ্রিল মামলা করেন।
অন্যদিকে অনুমতি ছাড়া ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুটি ব্যবহারের কারণে মাইলসের পক্ষে হামিন আহমেদ ও মানাম আহমেদ পৃথকভাবে একই আদালতে দুটি মামলা করেন।
মামলায় রবির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বাণিজ্যিক কর্মকর্তাসহ পাঁচজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহ।
আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বাদীর সঙ্গে আপস হওয়ায় জেমস ও মাইলসের হামিন আহমেদ মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।