খোলা বাজার২৪, শুক্রবার, ০৩ জুন ২০১৬ : পর্ণো জগৎ থেকে বলিউডে পা রাখার পর পরই যেন ভাগ্যদেবী ভর করেছে সানি লিওনের উপর। এখন পর্যন্ত যে ছবিগুলোতে তিনি অভিনয় করেছেন সেগুলো যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি ব্যবসাসফলও বটে।
এখনও অভিনয় নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি। সর্বশেষ ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে দেখা গেছে তাকে। এ ছবিটিও ভালো ব্যবসা করে।
এদিকে অভিনয়ের পাশাপাশি এমটিভি’র জনপ্রিয় ডেটিং রিয়্যালিটি শো ‘স্পিলিটসভিলা’র দু’টি মৌসুমও সফলতার সঙ্গে উপস্থাপনা করেছেন সানি। তার কারিশমায় এ রিয়্যালিটি শো-টির জনপ্রিয়তাও বেড়েছে দ্বিগুণ।
তবে ‘স্পিলিটসভিলা-৯’ এ তার উপস্থাপনা করা নিয়ে একটি শঙ্কা ছিল এতদিন। সেই শঙ্কা কেটে গেছে। এরই মধ্যে এর কয়েকটি পর্বের শুটিং সানি করেছেন গত কয়েকদিনে।
চলতি মাসের ১২ তারিখই শুরু হচ্ছে সানির উপস্থাপনায় এই শো এর নবম মৌসুম। আমেরিকান ডেটিং রিয়্যালিটি শো ‘ফ্লেভার অফ লাভ’ এর আদলেই তৈরি এ রিয়্যালিটি শোটি।
এবারের মৌসুমে অংশগ্রহণ বিষয়ে সানি লিওন বলেন, আমি তৃতীয়বারের মতো এ শোটির উপস্থাপনা করতে যাচ্ছি। আগের দু’টি মৌসুম আমি অনেক উপভোগ করেছি। অনেক ভালোবাসা ও আবেগের একটা জায়গা এটি। আশা করছি ভালো লাগবে সবার।