Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : দীর্ঘদিন পর নতুন অ্যালবামে ফিরছেন বিশ্বনন্দিত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এরই মধ্যে নতুন অ্যালবাম প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি।
প্রায় দেড় বছর ধরে নতুন এই প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এ তারকা। তবে এবার ব্রিটনি ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই নিজের নতুন এই অ্যালবাম প্রকাশ করবেন তিনি। শুধু তাই নয়, এ অ্যালবাম থেকে সম্প্রতি ‘মেক মি’ নামক একটি মিউজিক ভিডিওর শুটিংও শেষ করেছেন ব্রিটনি। তার এ গানটিতে রেপ করেছেন জনপ্রিয় রেপার জি ইজি।
গানটির ভিডিওতে ব্যাপক আবেদনময়ীরূপে দেখা যাবে ব্রিটনিকে। প্রায় পঞ্চাশ তরুণের সঙ্গে গানটির ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। এরা বিভিন্নভাবে ব্রিটনির সঙ্গে পারফর্ম করেছেন গানটিতে। সঙ্গে ছিলেন জি ইজিও। অ্যালবাম এবং এই মিউজিক ভিডিওটি একসঙ্গে প্রকাশ করা হবে। সব মিলিয়ে বেশ অন্যরকম চমক নিয়েই শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন ব্রিটনি। বিষয়টি নিয়ে বেশ আনন্দিত ও উত্তেজিত এ তারকা। এ বিষয়ে তিনি বলেন, এতদিন বিভিন্ন সফর নিয়ে ব্যস্ত ছিলাম। তবে দেড় বছর ধরে গুছিয়েছি নতুন অ্যালবামের কাজ। একটি ভিডিওর কাজও শেষ। এখানে সুপারহট ব্রিটনিকেই পাওয়া যাবে। আমার মনে হয় অ্যালবামের গান এবং এ ভিডিওটি ভালো লাগবে সবার।