খোলা বাজার২৪ সোমবার, ৬ জুন ২০১৬: এবারের মিস আমেরিকা নির্বাচিত হয়েছেন ২৬ বছর বয়সী এক সেনা কর্মকর্তা।
রবিবার রাতে লাস ভেগাসে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট ছিনিয়ে নেয়ায় এবার পরবর্তী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন দেশাউনা বার্বার।
সেনাবাহিনীর মত কঠিন জীবনে থেকে কীভাবে তিনি এই সাফল্য পেলেন?
ডিস্ট্রিক অব কলম্বিয়ার বাসিন্দা দেশাউনা বার্বারের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন নারী হিসেবে আমি মনে করি ৃআমরাও পুরুষদের মতই কঠোর। একটি ইউনিটের কমান্ডার হিসেবে আমি ক্ষমতাধর , আমি নিবেদিত। জেন্ডার যুক্তরাষ্ট্রে আমাদের জন্য কোনো সীমা নয়।’
মিস ইউএসএ ২০১৬ নামের এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস হাওয়াই চেলসি হার্ডিন।