Tue. Sep 23rd, 2025
Advertisements

dcখোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: মুন্সীগঞ্জ : ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রাডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকালে জেলা প্রশাসককের কার্যালয়ের সভা কক্ষে এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা, জেলা তথ্য অফিসার মনির হোসেন, সাংবাদিক তানভীর হাসান প্রমুখ। সভায় বক্তারা একটি বাড়ী একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম সমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা কার্যক্রম নিয়ে বর্তমান সরকারের সফলতা উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।