খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: বলিউডে পা রাখতে চলেছেন অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ঈশান কাপুর। শিগগিরই বলিউড পরিচালক করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির সিক্যুয়েলে কাজ শুরু করবেন তিনি।
ঈশানের বয়স বর্তমান ২০ বছর। এই বয়সেই সে অসম্ভব প্রতিভার অধিকারী বলে মনে করেন ঈশানের মা নীলিমা আজিম। তিনি জানান, বড় ভাই শহিদের মতোই অসাধারণ ড্যান্সার ঈশান। এ ছাড়া সাহিত্য, কবিতা এবং শিল্পধারার নানা বিষয়ের ওপরও যথেষ্ট পারদর্শী ঈশান। ফলে বলিউডে ঈশানের সাফল্য নিয়ে মোটেই চিন্তিত নন তিনি।
নীলিমা নিজে একজন নামকরা কত্থক শিল্পী। তাই তিনি তাঁর দুই ছেলে শহিদ ও ঈশানকে নাচের তালিম দিয়েছেন যথাযথভাবে। নীলিমা আজিম বলেন, ‘আমার গুরু পণ্ডিত বিরজু মহারাজের কাছেই নাচের তালিম নিয়েছে শহিদ ও ঈশান। শহিদ এরই মধ্যে বলিউডে নিজের জায়গা অনেকটাই শক্তপোক্ত করে নিয়েছে। এবার ঈশানের পালা।’
পরিচালক করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সিক্যুয়েলে ঈশান অভিনয় করতে চলেছেন সাইফ আলী খানের মেয়ে সারা খানের সঙ্গে। নতুন এই জুটি দর্শকদের মন কাড়বে বলে আশা করছেন বলিউডের অনেকেই।
তবে ঈশানের অভিনয়ের ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চাননি তাঁর মা নীলিমা আজিম। তিনি ঈশানের সাফল্যের পুরো বিষয়টাই ছেড়ে দিয়েছেন ছবি নির্মাতাদের ওপরই। তাঁর বিশ্বাস, ঈশান বলিউডে নাম করবেই।